রাজেন্দ্র নাথ দত্ত ,মুর্শিদাবাদ : দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকায় তা মেরামত শুরু হওয়ার পাশাপাশি এলাকার জল নিকাশের জন্য তৈরি হওয়া কংক্রিট নিকাশি নালা কয়েকদিনের মধ্যেই হুরমুড়িয়ে ভেঙে পড়ায় শনিবার দয়ানগর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির অধীন ভগবানগোলা তিন নম্বর পঞ্চায়েতের দয়ানগর এলাকা থেকে সাহেবনগর যাওয়ার কয়েকশো মিটার রাস্তার অবস্থা বেহাল থাকায় সপ্তাহ খানেক আগে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়।সেই কাজ সমাপ্ত হওয়ার আগেই নির্মীয়মান রাস্তার পাশের নিকাশি নালা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।নিম্নমানের সামগ্রী দিয়ে ওই রাস্তা ও তার সংলগ্ন নিকাশি নালা দায়সারা ভাবে শুরু করায় এই পরিণতি বলে এলাকাবাসী জানান।ইঞ্জিনিয়ার সহ অন্যান্যদের ঘাড়ে দায় চাপিয়ে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ যাবতীয় ভিত্তিহীন বলে জানান ভগবানগোলা ১ নম্বর পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ।


২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post