ফাইল ছবি
কলকাতা: করোনার প্রকোপ যে ভাবে বাড়ছে, তাতে রীতিমত উদ্বেগে সব মহল। ভোটের দফা কমানোর আর্জি জানিয়েছিল তৃণমূল। কিন্তু তাতে সাড়া মেলেনি। এবার জনসভা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ডেরেক ও’ব্রায়েন বললেন, মোদী-শাহকে কী ফাঁকা মাঠে খেলতে দেব!
আজ রবিবার দক্ষিণ কলকাতায় একটি রোড শো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই রোড শোয়ের ছবি টুইট করে এক ব্যক্তি লেখেন, ‘এ সব বন্ধ করুন।’ আর এরপরই তাঁকে জবাব দিতে গিয়ে এ কথা বলেন ডেরেক। রোড শোয়ের ভিড়ের ছবির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, ‘আমরা তো আম্পায়ারকে বলেছিলাম তিনটে দফাকে একটা করে দিতে। ওনারা করলেন না। তো আমরা কী করব? মোদী-শাহকে নির্বাচনে ফাঁকা মাঠ ছেড়ে দেব!’
নির্বাচন কমিশনকে ‘আম্পায়ার’ বলে উল্লেখ করে তিনি আগেও টুইট করেছেন। তিনি লিখেছেন, আম্পায়ার তাঁদের কথা শোনেনি। উল্লেখ্য, তৃণমূলের দাবি তারাই প্রথম দল যারা এরকম একটি উদ্যোগ নিয়েছে। তা সত্ত্বেও তাদের কথা শোনা হয়নি। ডেরেক আগেও দাবি করেছিলেন, তাঁদের একটাই লক্ষ্য, আর সেটা হল মানুষের প্রাণ বাঁচানো। বিজেপিকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘আর কটা দফা চায় বিজেপি?’
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীকে স্ট্রং লেটার দিচ্ছি’, হুঁশিয়ারি মমতার
মূলত করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যে সেই তিন দফার ভোট কীভাবে সামলানো যায় তা নিয়ে সিদ্ধান্ত নিতে কয়েক দিন আগেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বৈঠকে বসে সমস্ত রাজনৈতিক দলগুলি। সর্বদল বৈঠকে শেষ তিন দফার ভোট একসঙ্গে করার জল্পনায় জল ঢেলে দেওয়া হয়। মূলত যে সিদ্ধান্ত উঠে আসে তা হল, কোভিড বিধি পালনের মধ্যে দিয়েই প্রচার চলবে। ভার্চুয়াল প্রচারের কথাও বলেনি কমিশন। শেষ দফার ভোটও কমিশনের পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ীই হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post