নিজস্ব প্রতিবেদন: ” আজকে আমাকে যদি চলে যেতে হয়, তাহলে সঙ্গে নিয়ে যাবো গীতবিতান আর আবোল তাবোল “- এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সম্প্রতি, ‘Ministry of Muzik’ নামে এক ইউটিউব চ্যানেলে উঠে এসেছে কিংবদন্তী অভিনেতার সেই সাক্ষাৎকারের কিছু মুহূর্ত।
সাক্ষাৎকারে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, একসময় কিছুটা মজার ছলেই তাঁকে কেউ জিজ্ঞাসা করেছিলেন, ”আপনাকে যদি এখন চলে যেতে হয়, তাহলে আপনি সঙ্গে কী নিয়ে যাবেন?” উত্তরে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন বই। কী বই নেবেন? প্রশ্নে সেদিন সৌমিত্র চট্টোপাধ্যায় সেসময় জানিয়েছিলেন, ”গীতবিতান নেব, আর মহাভারত নেব।”
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথায়, ”আজকে যদি কেউ আমায় জিজ্ঞাসা করেন, আপনি কি সেই সিদ্ধান্তেই অনড় আছেন? আমি বলব, না আমি সিদ্ধান্তটা পাল্টে ফেলেছি। এখন যদি আমায় যেতে হয়, তাহলে গীতবিতান অবশ্যই নেব, না হলে বাঁচব কীভাবে? আর সেই সঙ্গে আমি নেব আবোল তাবোল। তার মধ্যে দিয়ে এই যে জীবনের অন্য রূপটা দেখা যায়, এটা বাংলা সাহিত্যে আর হয় না।”
আরও পড়ুন-চিকিৎসায় সাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের, খুলেছেন চোখ
শুধু অভিনেতা হিসাবে নয়, একই সঙ্গে আবৃত্তিকার হিসাবেও অন্যন্য সৌমিত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি করনো আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা। তবে বুধবার তাঁর করোনা মুক্ত হওয়ার খবর মেলে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চোখও খুলেছেন। গত ২৪ ঘণ্টায় শারীরিত অবস্থার উন্নতি হয়েছে তাঁর। তবে সৌমিত্রবাবুর সামান্য জ্বর আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আশার কথা, ওঁর শরীরে ইনফেকশন কমছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।