নিজস্ব সংবাদদাতা ,পূর্ব বর্ধমান:- চলছে তাপপ্রবাহ। দিনের দিন বাড়ছে তাপমাত্রার পারদ। ব্লাড ব্যাংক গুলোতে চলছে তীব্র রক্ত সংকট। সেই রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে তুরুক ময়না প্রাথমিক বিদ্যালয় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস ছাড়াও মূল উদ্যোক্তা ছিলেন, লালটু শেখ। এই মহতী রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান। তার সঙ্গে ছিলেন, জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল কান্তি মন্ডল, রেজাউল হক, অনিকেত বসু, মহিলা নেত্রী কৃষ্ণা সরকার, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অঞ্চলের অন্যান্য নেতৃত্বরা।
সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক-কে । ৫০ জন রক্তদাতা রক্তদান করেন মঙ্গলবারের রক্তদান শিবিরে। রক্তদাতাদের উৎসাহিত করতে অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল নিজে রক্তদান করেন। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, ” দলের নির্দেশে প্রতি বছরই এই গরমের সময় রক্ত সংকট মেটাতে দলীয়ভাবে রক্তদান শিবির করা হয়”। জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রক্তদান শিবির করার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান শিবিরের রক্তদাতাদের। তাদের দেওয়া এই রক্ত অনেক মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post