নিউজ ডেস্ক : আবারও জম্মু ও কাশ্মীরে চলল গুলি বিনিময়। সোমবার গভীর রাতে রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর কেঁপে উঠল পাকিস্তানি গোলাগুলিতে। এই ঘটনায় শহিদ হয়েছেন এক জুনিয়র কমিশনড অফিসার। শহিদ জওয়ানের নাম সুবেদার সুখদেব সিংহ।
এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, সোমবার গভীর রাতে রাজৌরির নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) সঙ্ঘর্ষ বিরত লঙ্ঘন করে পাকিস্তানের সেনাবাহিনী। এই ঘটনায় সুবেদার সুখদেব সিং গুরুতর আহত হন। পরে তার জেরেই তাঁর মৃত্যু হয়। অবশ্য পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনারাও।
Discussion about this post