নিউজ ডেস্ক : লোকসভার পর এবার রাজ্য সভাতেও বুধবার রাতে বিতর্ক আর তীব্র বিরোধিতার মধ্যেই ভোটাভুটিতে পাশ হয়ে গেল জিএনসিটিডি বিল-টি। দিল্লির প্রশাসনিক ক্ষমতা তুলে দেওয়া হল উপরাজ্যপালের হাতে। এদিকে গোটা বিষয়টি নিয়ে সরকারকে আক্রমণ করতে ওইদিন রাতেই কলকাতা থেকে পৌঁছোয় তৃণমূলের রাজ্যসভার সাংসদেরা। বিরোধীদের দাবি, এই বিলটি পাশ করে দেশের সার্বভৌমত্বে আঘাত হানছে কেন্দ্র। এই তৎপরতা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোগত অবস্থানের বিরোধী। কেন্দ্রীয় সরকার গায়ের জোর এই বিলটি পাশ করিয়েছে বলে সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিকে কেন্দ্রের অনড় মনোভাবে সংসদের উচ্চকক্ষে এই বিল পাসের ফলে ধাক্কা খেল কেজরিওয়াল সরকার। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘গণতন্ত্রের দুঃখজনক দিন আজ। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব। বাধা এলেও কাজ করে যাব।’
Discussion about this post