নিউজ ডেস্ক : দেশের ৫টি রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বাংলা ছাড়াও এই দলটি কেরল, কর্ণাটক, রাজস্থান ও ছত্তিশগড় যাবেন করোনাজনিত পরিস্থিতি খতিয়ে দেখতে। উৎসবের আবহেই প্রতিনিধি দলটি বাংলায় আসবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উৎসবের মধ্যেই রাজ্যে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে। এমন ইঙ্গিত মেলার পর থেকেই কোমর বেঁধে নেমে পড়ছে রাজ্য স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন সাইবার হানা হলদিরাম স্ন্যাক্সে, ৭.৫ লাখ টাকা মুক্তিপণ
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭১জন। ফলে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮। পাশাপাশি একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিহয়েছেন আরও ৬১জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩১। একইসঙ্গে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৭৫৭। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭.৭৩ শতাংশ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post