অভ্রদ্বীপ দাস : আসন্ন বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার অভিযান চলছে জোড় কদমে।আজ মেটিয়বুরুজ বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুল খালেক মোল্লা মহেশতলা পুরসভার তিন নম্বর ওয়ার্ডে প্রচার অভিযান সংগঠিত করলো। প্রচার অভিযানে স্থানীয় মানুষের স্বতঃস্ফুর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রচার অভিযানে থাকা মেটিয়াবুরুজ ব্লক টুএর তৃণমূল সভাপতি সুমন রায়চৌধুরী জানান আমাদের লক্ষ্য রাজ্যে সমস্ত বিধানসভার মধ্যে বেশী মার্জিনে আব্দুল খালেক মোল্লাকে জেতানো। পাশাপাশি প্রার্থী খালেক মোল্লা জানান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য তবে পানীয় জল ও বেশ কিছু রাস্তার প্রয়োজন এখনও আছে, জিতে আসার পর সেগুলোই আগে করার চেষ্টা করবো।খেলা হবে প্রসঙ্গে খালেকবাবূ জানান ক্রীকেট ফুটবল খেলার মতই ভোটের ময়দানে প্রতিপক্ষের মধ্যে খেলা হবে।
Discussion about this post