নিউজ ডেস্ক : আর দিন কয়েক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবকে কেন্দ্র করে রাস্তায় উপচে পড়বে জনতার ভিড়। ফলে দুর্গোৎসবের সময় ব্যাপকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এই আশঙ্কা করে দুর্গাপুজো পিছিয়ে দিতে বুধবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
আবেদনে বলা হয়েছে, উৎসব করে কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছিল। পশ্চিমবঙ্গে সাড়ম্বরে দুর্গাপুজো পালনের করলে নভেল করোনাভাইরাস সংক্রমণের হার লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। করোনা প্রতিরোধে গণেশ পুজো ও মহরম নিষিদ্ধ করেছে মহারাষ্ট্র সরকার। সেইরকমই বাংলায় এ বছর দুর্গাপুজো পালনে উৎসব বন্ধ করার নির্দেশ জারি করা হোক।
আরও পড়ুন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭২ লক্ষের বেশি

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post