ছবি- হিন্দুস্তান টাইমস, সত্যব্রত ত্রিপাঠি
সুরশ্রী রায় চৌধুরী: বৃহস্পতিবার, সান্তাক্রুজ থানায় হাজির হতে দেখা গেল রিয়া চক্রবর্তীকে। বৃহস্পতিবার রিয়া চক্রবর্তীর সঙ্গে সান্তাক্রুজ থানায় হাজির হন রিয়ার বাবা ইন্দ্রজিত চক্রবর্তী। বুধবার রিয়াকে শর্ত সাপেক্ষে জামিন দেন বোম্বে হাইকোর্ট। যে শর্তগুলির মধ্যে একটি হল, জামিনে মুক্তির পর টানা ১০ দিন রিয়াকে থানায় হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ মেনেই বৃহস্পতিবার থানার হাজির দিতে যান রিয়া বুধবার বম্বে হাইকোর্টের তরফে রিয়ার জামিন মঞ্জুর করা হলেও দেওয়া হয় ৫টি শর্ত।
১) জামিনে মুক্তির পর টানা ১০ দিন রিয়াকে থানায় হাজিরা দিতে হবে।
২) আদলতের নির্দেশ অনুযায়ী দেশের বাইরে বের যেতে পারবেন না রিয়া চক্রবর্তী।
৩) থানায় জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট।
৪) যদি কোনও কারণে রিয়াকে মুম্বইয়ের বাইরে যেতে হয়, তাহলে তদন্তকারী অফিসারকে তা জানাতে হবে।
৫) জামিনের জন্য আদালতের কাছে ১ লক্ষ টাকা জমা করতে হবে রিয়াকে। বন্ডের এক লক্ষ জমা করার জন্য রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতের কাছে কয়েকদিন সময় চেয়েছেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post