ফাইল চিত্র
ওয়াশিংটন: ফের বিগড়ে গেল টুইটার। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা। আর অন্যতম বড় সোশ্যাল মিডিয়া এ ভাবে স্তব্ধ হয়ে পড়ায় তাঁদের সমস্যার কথা তুলে ধরেন নেটিজ়েনরা। এরপর টুইটার এই সমস্যার কথা জানায়। টুইট করে টুইটার কর্তৃপক্ষ লিখেছে, “আপনাদের কয়েকজনের ক্ষেত্রে টুইটার হয়ত লোড হচ্ছে না। আমরা সমস্যা সমাধানের কাজ করছি।”
শনিবার সকাল ৬টার আশপাশে এই সমস্যা হওয়ার পর প্রায় ৪০ হাজার নেটিজ়েন তাঁদের সমস্যার কথা নেট মাধ্যমে জানান। ডাউনডিটেক্টর নামে একটি ওয়েবসাইট সেই সমস্যার কথা প্রকাশ্যে আনে। এর আগে একাধিকবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বিপত্তি হয়েছে, টুইটারেও সমস্যা হয়েছে। কয়েকদিন আগেই স্তব্ধ হয়ে গিয়েছিল মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ (WhatsApp) ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের (Instagram) পরিষেবা।
Tweets is probably not loading for a few of you. We’re engaged on fixing an issue and also you’ll be again on the timeline quickly.
— Twitter Support (@TwitterSupport) April 17, 2021
১৯ মার্চ ভারতীয় সময় রাত ১০টা ৫০ মিনিট নাগাদ স্তব্ধ হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম পরিষেবা। পরে অবশ্য ১১টা ৪০ মিনিট নাগাদ ফের স্বাভাবিক হয়েছিল পরিষেবা। এর আগেও একাধিকবার ফেসবুক, ইনস্টাগ্রামে বিপত্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে টুইটার ও হোয়াটসঅ্যাপের বিকল হয়ে যাওয়ার তেমন নজির নেই। তবে শনিবার টুইটার সমস্যা সমাধানের কথা জানালেও সমস্যা যে সম্পূর্ণ সমাধান হয়েছে সে সংক্রান্ত কোনও কথা এখনও জানায়নি টুইটার কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ২ লাখ ৩৪ হাজারের ঘরে দৈনিক আক্রান্তের সংখ্যা, একদিনেই মৃত্যু ১৩৪১ জনের

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post