অভ্রদ্বীপ দাস : ঘটনাটি ঘটে মহেশতলা থানার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডে আকড়া গাবতলা এলাকায় । আনসার সরদার শ্বশুরবাড়িতে বছরখানেক ধরে থাকছে ।আজ বন্ধ ঘর থেকে ইলেকট্রিক তারে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে মহেশতলা থানার পুলিশ। বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে জানান। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য পাঠান, এটা খুন না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
মৃতের শ্বশুরবাড়ির লোকজন সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে অস্বিকার করে। মৃত আনসার সরদারের বয়স আনুমানিক ৪৫ এর বাড়ি ক্যানিং থানার অন্তর্গত পেশায় দর্জী কারিগর।
সাংবাদিক এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে মহেশতলা থানার কর্মরত পুলিশ অফিসার সুশান্ত ঘোষ ছবি তুলতে বাধা ও হেনস্থা করেন।
Discussion about this post