নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- শ্রমিকদের ওপর জুলুমের প্রতিবাদে বুধবার বিকেলে ভাটপাড়া রিলায়েন্স জুটমিল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে রিলায়েন্স জুটমিল লাইনে এক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় হাজির হয়ে সাংসদ অর্জুন সিং ক্ষোভের সঙ্গে বলেন, এখানে শ্রমিকদের ওপর জুলুম চলছে। এক শ্রেণীর দালাল নিজেদের স্বার্থে মিলে ঠিকাদারি রাজ চালাচ্ছে। বয়স্ক শ্রমিকদের জোর করে নতুন চায়না মেশিনে কাজ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সোমবার ভাটপাড়ায় এক অনুষ্ঠানে এসে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য দাবি করেছেন, কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের উদাসীনতায় ধুঁকছে এখানকার পাটশিল্প। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, জুটমিলগুলো বাজারের চাহিদা পূরণ করতে ব্যর্থ। তাছাড়া প্রতিটি জুটমিলের শ্রমিকের অভাব রয়েছে। কর্তৃপক্ষের পলিসিও ঠিক নয়। তবে শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিলেন শ্রমিক নেতা অর্জুন সিং। এদিনের সভায় সাংসদ ছাড়াও হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার কাউন্সিলর সত্যেন রায়, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, বর্ষীয়ান শ্রমিক নেতা ওঙ্কর নাথ সাউ, তৃণমূল নেতা মন্নু সাউ, শ্রমিক নেতা ভরত যাদব, দীপক সাউ, গৌতম সরকার প্রমুখ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post