রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মেটাতে ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের চাহিদা মেটাতে বিধানসভা নির্বাচনের আগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতের ভবনে। আক্ষরিক অর্থেই রক্তশূন্য অবস্থা। এর মধ্যে রক্তের জরুরি প্রয়োজনে পড়লে, ব্লাডব্যাংকে গিয়ে নিরাশ হতে পারেন রোগীর পরিবারের লোকেরা। এই পরিস্থিতিতে হাল ধরতে এগিয়ে এলেন স্বয়ং বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ, বালিয়া গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা, সদস্য ও সদস্যারা।রক্তদান শিবির করে নিজেরাই রক্ত দেন। তাতে কিছুটা হলেও কমানো যেতে পারে রক্তের সংকট বলে ধারণা উদ্যোক্তাদের। বছরভোর রাজনৈতিক দলগুলি ছাড়াও বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। ফলে রক্তের চাহিদা ও জোগানের মোটামুটি সামঞ্জস্য থাকে। এপ্রিল মাসে তীব্র গরমে, রক্তদান শিবির বছরের অন্য সময়ের তুলনায় খানিক কম হওয়ার কারণে, কিছুটা সংকট দেখা দিলেও, পুরোপুরি আকাল পড়ে না।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post