অভ্রদ্বীপ দাস : রাজ্য জুড়ে ভোট যুদ্ধের প্রচারে উত্তাপ বাড়ছে ক্রমাগত।আজ দঃ শহরতলীর মহেশতলা বিধানসভার অন্তর্গত চট্টা সুবিদ আলি মাঠে সংযুক্ত মোর্চার ডাকে সিপিআইএম প্রার্থী প্রভাত চৌধুরীর সমর্থনে এক কর্মী সভা সংগঠিত হল।বক্তব্য রাখেন সিপিআই রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক শমীক লাহিড়ী ও আই এসএফ প্রধান আব্বাস সিদ্দিকী।আব্বাস সিদ্দিকি জানান ধর্ম নিরপেক্ষতার স্বার্থে আগামী বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।সিটুর জেলা সম্পাদক রতন বাগচী বলেন আমরাই সরকার গড়বো ।তবে নন্দীগ্রামে মীনাক্ষীকে ভয় পেয়েছে শুভেন্দু ও মমতা।
Discussion about this post