দুর্ঘটনার রাতের ছবি
দক্ষিণ দিনাজপুর: বাইকের (Bike Accident) পিছনে বেপরোয়া সরকারি বাসের ধাক্কা। মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বংশীহারি থানার ডিটলহাট এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের নাম মিলন প্রামাণিক (২৫) ও হায়দার আলি (২৮)। মিলনের বাড়ি তপনের রামপাড়া চেঁচড়া এলাকায় ও হায়দার কুশমণ্ডির আমিনপুরের বাসিন্দা।
দু’জনে একই জায়গায় টাওয়ারের কাজ করে বাইকে বাড়ি ফিরছিলেন। পথে পিছন থেকে আসা সরকারি বাস তাঁদের বাইকে ধাক্কা মারে। উল্টো দিক থেকে আসছিল জল ভর্তি একটি মাছের গাড়ি। যেটি যাচ্ছিল গঙ্গারামপুরের দিকে। সেই সময় সরকারি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টো দিক থেকে আসা গাড়িটির নিচে একজন ঢুকে যান। অপরজন ছিটকে রাস্তায় পড়ে যান।
ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে রসিদপুর হাসপাতালে পাঠায়। কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। তবে ঘাতক সরকারি বাসটি পলাতক। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মাছের গাড়ি এবং দুর্ঘটনাগ্রস্ত বাইক উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post