মহম্মদ নাজিম আক্তার,মালদা,০৫অক্টোবর: মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার মালিওর এলাকার লোটেরা গ্রাম এর বাসিন্দা গোলেনুর। জন্মের একমাস পর থেকেই অন্ধ সে, বাবা মারা গেছে দশ বছর আগে। দৃষ্টিহীন এবং বাবা,মা না থাকায় দুঃখ দুর্দশার অন্ত নেই তার। বাবা আজেদ মারা যাওয়ার পর থেকে তার পরিবারের অংশিদার রা তার প্রাপ্য সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে।তারপরে তিনি চলে যান সুলতান নগর গ্রাম পঞ্চায়েত পার্শ্ববর্তী যোগীলাল গ্রামে।সেখানে ভিক্ষাবৃত্তি করে দিন কাটাচ্ছে ওই অসহায় অন্ধ মহিলা।গ্রামবাসীদের সহায়তায় তার খাওয়া এবং থাকার জায়গা টুকু জোটে।বাবা-মা পরিবার-পরিজন হীন এই অসহায় অন্ধ বৃদ্ধাকে প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করতে হয়।কিন্তু স্থানীয় সুলতান নগর গ্রাম পঞ্চায়েত থেকে মেলেনি কোনরকম সাহায্য। ভাতা একবার পেলেও প্রত্যেক মাসে তিনি পাচ্ছেন না।প্রশ্ন উঠছে আর কতটা অসহায় এবং অভাবী হলে মিলবে সরকারি সাহায্য?

গোলেনুর বলেন” জন্ম থেকে সে অন্ধ। দু এক বার চাল এবং ভাতা পেলেও অন্য কোনো সরকারি সাহায্য পান নি। বর্তমানে ভিক্ষা টুকুও জোটে না”।একে অনাথ তার উপর দৃষ্টিহীন।এই অবস্থায় প্রশাসন এর তরফ থেকে আসেনি কোনো সাহায্য। এমন কি সরকারি থেকে ঘর টুকুও মেলেনি তার।
স্থানীয় এক গ্রামবাসী মহিলা বলেন ” গত বিশ পঁচিশ বছর ধরে উনি এই গ্রাম এ এভাবে দিন কাটান। পরিবার থেকে বঞ্চিত করেছে সম্পত্তির অধিকার থেকে। সরকার পাশে না দাড়ালে কি করে হবে!”
এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা জেলার সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন ” আপনাদের মারফত আমি খবর পেলাম। আমার কর্মীরা ওনাকে কাল দেখতে গিয়েছিল এবং আগামী কাল আমি নিজে যাবো। ওনার যা সমস্যা সেটা শুনে সাহায্য করার চেষ্টা করবো”।
এই নিয়েও শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা।
বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম তৃণমূলকে আক্রমণ করে বলেন ” অন্যান্য রাজ্যে যেভাবে প্রতিবন্ধী রা সাহায্য পায় এই রাজ্যে সেই সু ব্যবস্থা নেই। এর থেকে তৃণমূল এর উদাসীনতা ই প্রকাশ পায়। ২০২১ সালে আমরা ক্ষমতায় এলে এরকম অসহায় মানুষ দের লাঠি হয়ে দাড়ানোর কথা দিচ্ছি”।
হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বিডিও প্রীতম সাহা বলেন, ” এই ব্যাপারটি নিয়ে এখনো কিছু জানি না, আমাদের কাছে এলে অবশ্যই সাহায্য করবো, খোঁজ নিয়ে দেখছি আমি |
সরকারি সাহায্য এবং কর্মসূচি এরকম অসহায় মানুষ দের জন্যই তৈরি। সেখানে এরকম অসহায় মানুষ দের যদি সরকার পাশে না দাড়ান তাহলে এত কর্মসূচি কাদের জন্য? থেকে গেলো বড়ো প্রশ্ন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post