মহম্মদ নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,১১ অক্টোবর: রাজ্য সরকারের উদ্যোগে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক প্রত্যন্ত এলাকার গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সস্তায় স্যানিটারি ন্যাপকিন তৈরীর প্রশিক্ষণ চালু করল রবিবার।
এদিন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই জিপির স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়। চলবে একমাস ধরে।এতে কর্মসংস্থান যেমন হবে, পাশাপাশি গ্রামের মহিলারা অত্যন্ত কম দামে নিরাপদ স্যানিটারি ন্যাপকিনও পাবে বল আশা।
এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু ও জেলা স্তরের প্রশিক্ষক আব্দুস সাত্তার।
বিডিও অনির্বাণ বসু জানান স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে এখনও উন্নত দেশগুলির মহিলাদের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আমাদের দেশের মহিলারা। তাই, ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের সচেতন ও স্বনির্ভর করতে এই প্রশিক্ষণ। মালদা ইংলিশ বাজার ব্লকের প্রশিক্ষণরা এই প্রশিক্ষণ দেন বলে জানান।
এই প্রকল্পে ভবিষ্যতে রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পে নাম লেখানো ছাত্রীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post