নিজস্ব প্রতিবেদন : সুখবর দিলেন বলিউডের আরও এক অভিনেত্রী। করিনা কাপুর খান, অনুষ্কা শর্মা, সাগরিকা ঘাটগের পর এবার মা হতে চলেছেন অমৃতা রাও। সম্প্রতি মুম্বইয়র একটি ক্লিনিকের বাইরে দেখা যায় অমৃতাকে। এরপরই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে।
২০১৬ সালে আর জে আনমোলকে বিয়ে করেন অমৃতা রাও। দীর্ঘ ৭ বছরের সম্পর্কের পর আনমোলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অমৃতা। বিয়ে থেকে জীবনযাপন, সবকিছুই একেবারে ব্যক্তিগত মোড়কে মুড়ে রাখেন অমৃতা। বিয়ের পর তাঁকে সেভাবে বলিউডে দেখা না গেলেও, বিভিন্ন ফটোশুটে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার শাহিদ কাপুরের সেই ‘বিবাহ’ অভিনেত্রী মা হতে চলেছেন শুনে শুভেচ্ছা জানাতে শুরু করেন অনুরাগীরা।
আরও পড়ুন : ‘জব উই মেট’, লন্ডনে একসঙ্গে সময় কাটালেন নুসরত-মিমি, শেয়ার করলেন ছবি
এদিকে দ্বিতীয়বার মা হচ্ছেন বলে ঘোষণা করেন করিনা কাপুর খান। বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা তিনি। সইফ আলি খান এবং তৈমুরের সঙ্গে করিনা বর্তমানে রয়েছেন পতৌদি রাজপ্রাসাদে। দিল্লিতে লাল সিং চাড্ডার শ্যুটিং শেষ করে পতৌদি রাজপ্রাসাদে উড়ে যান করিনা। আপাতত সেখানেই তিনি নিরিবিলিতে সময় কাটাচ্ছেন। অনুষ্কা শর্মাও অন্তঃসত্ত্বা। বিরাট-অনুষ্কার পর জানা যায়, বাবা-মা হচ্ছেন জাহির খান-সাগরিকা ঘাটগে।
বর্তমানে জাহিরের সঙ্গে রয়েছেন সাগরিকা। সেখানেই ক্রিকেটার স্বামীর জন্মদিনে কালো রঙের ঢিলেঢালা পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। এরপরই শোনা যায়, শিগগিরই নাকি মা হতে চলেছেন সাগরিকা ঘাটগে। যদিও জাহির খান বা সাগরিকার তরফে এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। সুখবর পেয়ে জাহির-সাগরিকাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাঁদের শুভানুধ্যায়ীরা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post