নিউজ ডেস্ক : আচমকাই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করল করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সোমবার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে ৮৫ বছর বয়সী এই প্রবীণ শিল্পীর। এরপর মঙ্গলবার সকালে বেলেভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু শুক্রবার বিকাল থেকেই পরিস্থিতি অবনতির দিকে যায় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। রক্তচাপ অনিয়মিত। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। অক্সিজেন চলছে অভিনেতার। তাই আইটিইউ’তে রাখা হয়েছে তাঁকে। এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Discussion about this post