নিউজ ডেস্ক : ভোট মরশুমে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে হরিণঘাটায়। এই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুষ্কৃতীদের মারে গুরুতর ওই বুথ সভাপতির নাম হারান মণ্ডল। জানা গিয়েছে যে, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সরব হয় বিজেপি।
আরো পড়ুন শনিবার ৬ জেলার ভোটে থাকছে ১০৭১ কোম্পানি Central Force এর কড়া নিরাপত্তা
বিজেপির ক্ষুব্ধ কর্মীরা হারান মণ্ডলকে স্যালাইন দিয়ে থানার সামনে শুয়ে রেখে বিক্ষোভ চালায়। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, রাস্তায় পড়ে গিয়ে গিয়ে তিনি আহত হয়েছেন হারান মণ্ডল। এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post