নিউজ ডেস্ক : তল্লাশি চালিয়ে উদ্ধার হল হরিণের মূল্যবান শিং। মধ্যেপ্রদেশ বিমানবন্দরে এক ব্যক্তির কাছ থেকে দুটি মূল্যবান শিং উদ্ধার হয়। জানা গেছে, জেরায় ওই ব্যক্তি অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় বিমানবন্দর কর্তৃপক্ষের। তাছাড়া সরকারী কোনও কাগজপত্র তাঁর কাছে ছিল না। এরপরই তাঁকে আটক করা হয়েছে। এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে শিং জোড়া। অভিযুক্ত কোথা থেকে এই শিং জোড়া পেয়েছেন, এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, সে ব্যাপারে জানতে শুরু হয়েছে তদন্ত।
Discussion about this post