আমজাদ আলী, মালদা: পঞ্চায়েত ভোটের আগে ফের বেকার যুবক যুবতীদের স্বার্থে নয়া প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সরকারের তরফে বেকার যুবকদের ব্যবসা করার জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পরিষেবা চালু করা হয়েছে।দুয়ারে সরকার শিবিরে সেই প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে। এককালীন পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে সেই প্রকল্পে।
পরিপ্রেক্ষিতে সোমবার হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সভা কক্ষে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে এ প্রকল্পের ফর্ম ফিলাপ করানো হয়েছে। প্রায় হাজার খানেক ব্যবসায়ী এই প্রকল্পের ফর্ম ফিলাপ করেন। সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু , হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডাবলু রজক, সম্পাদক পবন কেডিয়া সহ অন্যান্য ব্যবসায়ীরা।
জয়ন্ত কুণ্ডু জানান, মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ী ও বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে অনলাইনে ফর্ম জমা নেওয়ার কথা। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ী সমিতির সভাকক্ষে আবেদনপত্রগুলি জমা নেওয়া হল। সহজ শর্তে ১৮ থেকে ৪৫ বছরের যুবকরা ঋণ পাবেন। ছোট দোকান মালিকরাও এর সুবিধা পেয়ে থাকবেন। মালদার জেলা শাসক এবিষয়ে ব্যবসায়ী সমিতিদের বিপুলভাবে সহযোগিতা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে জেলায় অর্থনীতির ব্যবস্থা আরও ভালো হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post