নিউজ ডেস্ক : ভোটের ঠিক আগেই হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্যকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পরিবর্তে নতুন মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব পেলেন উত্তম মিত্র।অপসারিত বরুণ বৈদ্যের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সেই কারণেই তাঁকে সরানো হয়েছে। এমনটাই জানা গেছে কমিশনের তরফে। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিককে অপসারণের দাবি জানানো হয়েছিল। এদিকে ভোট আবহে বিজেপির তালিকা অনুযায়ী এই সিদ্ধান্ত কমিশন নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এমনটাই দাবি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের।
Discussion about this post