প্রীতম ভট্টাচার্য: উত্তর প্রদেশে দলিত যুবতীকে ধর্ষণ ও নৃশংস ভাবে পুরিয়ে মারা এবং তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের উপর যোগি পুলিশের নির্যাতনের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস পথে নামে। মিছিলে স্লোগান ওঠে হাথরসের ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
রামরাজ্যের নামে রাবণ রাজ চলছে বলেও দাবি করেন কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৌশিক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল চৌধুরী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্বে ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অসীম সাহা, শহরের সভাপতি শশীগোপাল সরকার, বিশিষ্ট শিক্ষক শিবনাথ চৌধুরী, প্রাক্তন পৌরপিতা অয়ন দত্ত সহ অন্যান্য প্রাক্তন পৌরপিতা ও পৌরমাতা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
মিছিল শেষে পোষ্ট অফিস মোড়ে নেতাজির গলায় মাল্যদান করে কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস যোগি ও মোদির পদত্যাগ দাবি করেন। যোগি আদিত্যনাথ ও মোদির কুশপুতুল পোড়ানো হয়।
Discussion about this post