নিউজ ডেস্ক : হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। তিনি হুলা পার্টির সদস্য ছিলেন। বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ১ নং ব্লকের গোপীবল্লভপুর থানার আলোমপুর গ্রামে।
আরও পড়ুনঃ দশভূজা সন্মান
জানা গেছে, ঝাড়গ্ৰামের গোপীবল্লভপুর থানার আলোমপুরের জঙ্গলে প্রায় ১০-১৫ টি হাতির একটি দল আসে। খবর পেয়ে হাতির দলটিকে তাড়াতে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা। তাঁরা হাতির দলটিকে তাড়ানোর তোড়জোড় করছিল। আচমকা একটি দাঁতাল এক যুবককে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post