নিউজ ডেস্ক : রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় গ্রেফতার করা হয়েছে বলে দাবি কংগ্রেসের। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এদিন হাথরাসে গণধর্ষণে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখার জন্য যাচ্ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। বেলা ১২ টা নাগাদ দিল্লি থেকে গাড়ি করে রওনা দেন তাঁরা। এদিকে তাঁদের পৌঁছানোর আগেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। গ্রেটার নয়ডার পরী চকের কাছে আসতেই রাহুল-প্রিয়াঙ্কার কনভয়কে আটকে দেয় যোগী আদিত্যনাথের পুলিশ। বাধ্যহয়ে হেঁটে ১৪২ কিলোমিটার দূরে হাথরাসের উদ্দেশে রওনা দেন তাঁরা। কড়া রোদ উপেক্ষা করে তাঁদের সঙ্গী হন কংগ্রেসের অসংখ্য নেতা-কর্মী। কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ের কাছে ফের তাঁদেরকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়। তাঁদের পথ আটকালে শুরু হয় রাহুলের সঙ্গে পুলিশের বচসা। কংগ্রেস সাংসদের অভিযোগ, তাঁকে ধাক্কা ফেলে দিয়েছে পুলিশ। এমনকী তাঁকে লাঠি দিয়ে মারাও হয়েছে বলে অভিযোগ। সেইসময় রাহুল বলেন, ‘১৪৪ ধারায় জমায়েতের বিষয়ে বলা আছে। আমি জমায়েত করতে চাই না। আমি এখান থেকে একাই হেঁটে হাথরাসে যেতে চাই। কোন ভিত্তিতে আপনি আমায় গ্রেফতার করছেন, এটা আমায় বলে দিন।’ তার জবাবে পুলিশকর্তা জানান, ১৪৪ ধারা ও মহামারী আইন ভঙ্গ করার জন্য গ্রেফতার করা হচ্ছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post