অতনু ঘোষ, সত্য শিকদার, পূর্ব বর্ধমান ঃ উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের দলিত কন্যাকে ধর্ষণ করে খুন এবং পরে পরিবারের অনুমতি ছাড়াই তার দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সারা দেশ ফুঁসছে। প্রতিবাদে সরব হয়েছে প্রতিটি রাজনৈতিক দল।
উল্লেখ্য, শুক্রবার নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে, তাঁদের সমবেদনা জানাতে হাথরাসে পৌঁছে যান তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতাবালা ঠাকুর। অভিযোগ, পুলিশ সেখানে তাঁদের শুধু বাধাই দেয়নি, রীতিমতো হেনস্থা করেছে তাঁদের। পুরুষ পুলিশের বিরুদ্ধে মহিলা সাংসদদের গায়ে হাত দেওয়ার অভিযোগ জানিয়েছেন মমতাবালা ঠাকুর ও প্রতিমা মণ্ডল। ওদিকে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় মাটিতে পড়ে যান ডেরেক ও’ব্রায়েন। কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, ডেরেককে ঠেলে ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ।
সারা দেশের পাশাপাশি উত্তরপ্রদেশের হাথরস কাণ্ড নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল।এই ঘটনার প্রতিবাদে এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দলুই বাজার দু’নম্বর অঞ্চলে মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর পক্ষ থেকে মোদি সরকারের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত হয়।
এদিন “মোদী হাটাও দেশ বাঁচাও “এই স্লোগানকে সামনে রেখে মেমারি 1 ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় মির পারভেজ উদ্দিন এর নেতৃত্বে সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি সেখ রজব কে সাথে নিয়ে প্রায় তিনশোর বেশি লোক নিয়ে দোলুই বাজার 2 অঞ্চলে মিছিল ও পথসভা করেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post