নিজস্ব প্রতিবেদন : ২১ অক্টোবর, বুধবার মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবি ‘রক্তরহস্য’। তার আগে নতুন করে আবারও মুক্তি পেল কোয়েল মল্লিক অভিনীত এই ছবির ট্রেলার। যেখানে উঠে এল সন্তনহারা রেডিও জকি ‘স্বর্ণজা’র যন্ত্রণা।
পাঁচ বছর আগে স্বর্ণজা তাঁর সন্তানকে হারিয়েছে। হঠাৎই আসা একটি ফোন কলে সে তার সন্তানের খোঁজ পায়। এরপরই সন্তানকে ফিরে পেতে এক্কেবারে না নাছোড়বান্দা হয়ে পড়ে স্বর্ণজা। সন্তানকে ফিরে পাওয়ার জেদে আরও বেশি করে রহস্যের জালে জড়িয়ে পড়ে স্বর্ণজা। এমনই একটা রহস্যে ভরা গল্প নিয়েই হাজির হতে চলেছে সৌকর্য ঘোষালের ছবি ‘রক্তরহস্য’।
রক্তরহস্যের ট্রেলারে মূল চরিত্র স্বর্ণজার সম্পর্কে কিছুটা আভাস মিলেছে। ট্রেলারে দেখা যাচ্ছে স্বর্ণজার বিভিন্ন সময় সমাজের ছোট ছোট মানুষগুলিরও সাহায্যে এগিয়ে আসে। আবার আগ বাড়িয়ে মানুষকে সাহায্য করতে যাওয়ার জন্য একসময় ধাক্কাও খেতে হয় স্বর্ণজাকে। তবে ‘রক্তরহস্য’র ট্রেলারের একটি অংশ বিশেষ একটি দৃশ্য নজর কেড়েছে, আর সেটি হল কোয়েল মল্লিকের সঙ্গে শান্তিলাল মুখোপাধ্যায়ের একটি কথোপকথন। যেখানে শান্তিলাল মুখোপাধ্যায়কে কোয়েলের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, ”মাত্র ৯ মাসের জন্য মা হবি?” তাঁর কথা সংশোধন করে কোয়েল বলেন, ”না, ১১ মাস, ৯ মাস ভিতরে, ২ মাস বাইরে”। যদিও কোয়েল অর্থাৎ স্বর্ণজাকে এই ঝুঁকি নিতে দিতে নারাজ শান্তিলাল মুখোপাধ্যায়। আবার ট্রেলারে সন্তানের জন্য কাতর হয়ে পড়তেও দেখা যায় কোয়েলকে।
আরও পড়ুন-বিয়ে করছেন অজয় দেবগনের ‘রিল স্ত্রী’, কাজলের হবু বরের সঙ্গে আলাপ হয়েছে?
ট্রেলারে স্বর্ণজা ছাড়াও ঋতব্রত মুখোপাধ্যায়ের চরিত্রটিও নজর কেড়েছে। ট্রেলার দেখে আন্দাজ করা যায়, ‘রক্তরহস্য’এর রহস্য জড়িয়ে যাবেন অভিনেতা ঋতব্রতও।তবে এর পিছনে ঠিক কী রহস্য রয়েছে তা অবশ্য ছবিটি মুক্তির পরই জানা যাবে।
‘রক্তরহস্য’র ট্রেলারের প্রথম থেকে শেষপর্যন্ত রহস্যে ভরা। একেরপর এক বাধা, সন্তানের জন্য হন্যে হয়ে খুঁজে বেড়ানো সব মিলিয়ে স্বর্ণজার জীবন কীভাবে ওলটপালট হয়ে যায়। সে আদৌ এই সমস্ত রহস্যের জাল ছিঁড়ে ফেলতে পারেন কিনা? নিজের সন্তানকে ফিরে পায় কিনা? সব রহস্যেরই সমাধান হবে আগামী ২১ অক্টোবর।
আরও পড়ুন-‘রাত পোহালে’, ‘ড্রাকুলা স্যার’-এর গানে উঠে এল অনির্বাণ-মিমির রসায়ন
ছবিতে কোয়েল মল্লিক, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, শুভ্র সৌরভ দাস। বিশেষ চরিত্রে রয়েছেন মীর। ১৩ মার্চ প্রকাশ্যে এসেছিল ছবির গান। দেবদীপ মুখোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গেয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী।
প্রসঙ্গত সুরিন্দর ফিল্ম প্রযোজিত ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এবছর ২০ এপ্রিল, তবে করোনা মহামারীর আবহে ছবি মুক্তি পিছিয়ে যায়। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। মুক্তি পেতে চলেছে ‘রক্তরহস্য’।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post