সুরশ্রী রায় চৌধুরী: হালাল পদ্ধতিতে পশু হত্যা নিষিদ্ধ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অখন্ড ভারত মোর্চা।
হালাল পদ্ধতিতে পশু হত্যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। তবে এই আবেদন সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় মামলাকারীদের এই রূপ মামলা নিয়েও প্রশ্ন তোলে আদালত। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চে এদিন এই মামলার শুনানি হয়। বিচারপতি সরাসরি জানান আদালত বলে দিতে পারে না কে কি খাবার খাবে। কোন ব্যক্তি নিরামিষ খাবার খাবেন, কিংবা কোন ব্যক্তি আমিষ খাবার খাবেন সেটা তাদের ব্যক্তিগত পছন্দের বিষয়। তেমনি যারা হালাল মাংস খেতে চান তারা হালাল মাংস খাবেন। যারা ঝটকা মাংস খেতে চান তারা ঝটকা মাংস খাবেন।
প্রসঙ্গত ভারতের সংবিধানে পশুদের উপর অত্যাচার আইনের ২৮ নম্বর ধারায় মুসলিমদের ক্ষেত্রে হালাল পদ্ধতিতে এবং হিন্দুদের ক্ষেত্রে ঝটকা পদ্ধতিতে তৈরি মাংস খাওয়ার অধিকার দেওয়া হয়েছে। ওই আইন কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অখন্ড ভারত মোর্চা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post