নিউজ ডেস্ক : ওঁরা মানসিকভাবে অসুস্থ। কিন্তু আনন্দ বা বাড়তি কিছু পাওয়ার অধিকার আছে ওঁদেরও। বিশেষ করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিনগুলোতে তো বটেই। তাই হাসপাতালের মানসিক রোগীদের হাতে পুজোর আগে তুলে দেওয়া হল নতুন পোশাক, ঠাকুর দেখাতে বিভিন্ন ওয়ার্ডে বসানো হচ্ছে টিভি। এমনই মানবিক উদ্যোগ নিয়েছে বারাসাত হাসপাতাল কর্তৃপক্ষ।
উত্তর ২৪ পরগনার বারাসাত হাসপাতালের মানসিক বিভাগে দীর্ঘদিন ধরে ভর্তি রয়েছেন মানসিক ভারসাম্যহীন বেশ কয়েকজন রোগী। আসন্ন শারোদৎসব উপলক্ষে শনিবার দুপুরে তাঁদের হাতে নতুন পোশাক তুলে দিলেন বারাসাত জেলা হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল।
আরও পড়ুন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী…, পুজোর সবকটাদিন শাড়িতেই সাজতে চান অভিনেত্রী ঋত্বিকা সেন
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই হাসপাতালের মানসিক বিভাগে ভর্তি ২৬ জন মানসিক রোগীকে জামাকাপড় দেওয়া হয়। এছাড়া পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত থাকছে খাওয়া-দাওয়ার বিশেষ ব্যবস্থা। করোনা আবহে বাইরে গিয়ে ঠাকুর দেখার পরিকল্পনা বাতিল। তাই তার পরিবর্তে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে টিভি লাগিয়ে তাদেরকে ঠাকুর দেখার ব্যবস্থা করা হবে বলে জানান বারাসাত হাসপাতালের সুপার ডা: সুব্রত মন্ডল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post