নিউজ ডেস্ক : হাসপাতালে ভর্তি হলেন স্বস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারই দু’জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মৃদু সংক্রমন হলেও ঝুঁকি না নিয়ে চিকিৎসকের পরামর্শে কয়েকদিন ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন তিনি। তবে হাসপাতালে ভর্তি করা হলেও ট্রাম্প ট্যুইটে জানান, “যাঁরা আমার পাশে আছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই । আমি ওয়াল্টার রিড হাসাপাতালে ভর্তি হতে চলেছি। ভালো আছি। ফার্স্ট লেডিও ভালো আছেন।”

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post