মৃত্যু ষাটোর্ধ্ব বৃদ্ধার
এটাবা: বাড়ির সামনে চলছিল হোলি উদযাপন। দেদার উৎসবের বিরোধিতা করায় প্রহৃত হলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা। উত্তর প্রদেশের মেভাতি তোলা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ জানিয়েছে, সোমবার হোলি খেলা চলার সময় বিরোধিতা করেন ওই বৃদ্ধা। এরপরই তাঁর ঘরে ঢোকে বেশ কয়েকজন।
ঘরে ঢুকে লাঠি ও পাথর দিয়ে বৃদ্ধাকে আঘাত করে দুস্কৃতিরা। তারপরই মৃত্যু হয় ষাটোর্ধ্ব বৃদ্ধার। অ্যাডিশনাল এসপি প্রশান্ত কুমার জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় ওই বৃদ্ধার ঘরে ঢোকে এলাকার একদল দুস্কৃতি। বৃদ্ধাকে তাদের রোষের মুখে পড়ত হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে এলে তাদেরকেও ওই দুস্কৃতিদের রোষের মুখে পড়তে হয়। দুই মহিলা ও ৩ শিশুকেও পেটায় দুস্কৃতিরা।
একডিল থানার এই ঘটনায় সমালোচনার সুর সমাজ সচেতকদের একাংশের গলায়। অন্যদিকে একই এলাকায় মদ খেয়ে একটি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যায় এক যুবক। সেই ট্রাক্টরের আঘাতে আহত হয়েছেন ৬ জন। এরপর একটি ইলেকট্রিক পোলে ধাক্বা মারে ট্রাক্টর। আহত ৬ জন ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: করোনার কামড়, রাজধানীতে বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডের আকাল

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post