অভ্রদ্বীপ দাস : দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার ৩০ নাম্বার ওয়ার্ডের বড়কনতলা এলাকায় গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল মিতুন দে এবং মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তরুণ দাস নামে এক জনৈক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ৪৮০ কেজি গানপাউডার বাজেয়াপ্ত করার পাশাপাশি তরুণ দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। আজ তরুণ দাস কে মহেশতলা থানা ২৫/২৭ arms act, এবং ৪/৫, ES act অনুযায়ী আলিপুর কোর্টে পাঠাচ্ছে। এই গান পাউডার গুলির বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এই গান পাউডার দিয়ে যেকোনো ধরনের বিস্ফোরক বানানো যেতো, তাই ভোটের আগে এই বিপুল পরিমান বারুদ উদ্ধার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের বড় সাফল্য বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা। মহেশতলা থানার পুলিশ তরুণ দাস কে নিজেদের হেফাজতে নেওয়ার অনুরোধ জানিয়ে আলিপুর কোর্টে পাঠিয়েছে। পুলিশের রেকর্ড অনুযায়ী যা যা জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে তা নিম্নরূপ:-
১)নাইট্রেট গ্রূপের সাদা পাউডার ৯০০ কেজি
২)রূপালী পাউডার ( *বারুদ* ) ৪৮০ কেজি
৩)সোডা ১২৫০ কেজি এবং
৪)বেড়িয়াম কার্বনেট ১০ কেজি।
Discussion about this post