পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ : মাদক পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক নেশা কারবারি। ধৃত ব্যক্তিকে করিমগঞ্জের নিয়ারগ্রাম এলাকার নিয়াজ উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে। শুক্রবার বিকাল তিনটা নাগাদ জাতীয় সড়কের চরগোলা এলাকা থেকে অটোরিক্সা সমেত তাকে আটক সদর পুলিশের দল ।
জানা গেছে, কয়েকদিন ধরে ব্যাপক হারে ড্রাগস এবং নেশা বিরোধী অভিযান চালাচ্ছে করিমগঞ্জ পুলিশ। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে শুক্রবার বিকালে চরগোলা এলাকায় অভিযানে নামে সদর পুলিশের বিশেষ দল। এর পর চরগোলা আউট পোস্টের কর্মীদের সহযোগিতা নিয়ে বিকাল তিনটা নাগাদ জাতীয় সড়ক থেকে ৪৮টি প্যাকেটে ১.৬ কেজি ওজনের ৯,৬০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মাদক সামগ্রী বহনকারী অটো রিকশা।
এর পর বাজেয়াপ্তকৃত মাদক সামগ্রী, অটো রিকশা সহ আটক ব্যক্তিকে আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সদর থানায় নিয়ে আসা হলে জিজ্ঞাসাবাদ শেষে নির্দিষ্ট ধারায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতার করে পুলিশ। আজ শনিবার ধৃতকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে জেল হাজতে সোপর্দ করা হয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post