দেবশ্রী মুখার্জী: ৭ই এপ্রিল রিপোটার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত ‘দ্বাদশ বঙ্গ গৌরব অনন্য সম্মান 2022-2023’ অনুষ্ঠানে ১৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আগত তাদের সম্মান প্রদান করা হল ৷ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এই সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ৷
সমাজের বিভিন্ন দিক তা অভিনয় জগৎ হোক বা দেশের সৈনিক অথবা পশুপ্রেমী সেই সব ক্ষেত্রে থেকে আসা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হল, বিশিষ্ট অতিথি রুপে উপস্থিত সংস্থার সভাপতি মনোতোষ বেড়া, তালবাদ্য শিল্পী মাল্লার ঘোষ, বিশ্বরূপ সিনহা ও অন্যান্যদের হাত দিয়ে মোমেন্টো প্রদানে ৷ উক্ত অনুষ্ঠান থেকে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে অভিনেত্রী পল্লবী দাস, গায়িকা জেনিভা রায়, ব্যবসয়ী সুমন সরকার, মহঃ জানে আলম, BSf জাওয়ান শ্যামল প্রামানিক , ডঃ অশোক কুমার সিংহ, শুভজিৎ পাল, পশুপ্রেমী প্রিয়াঙ্কা পাল, জেনিভা রায়, স্বরূপ রায়, সঞ্জয় মজুমদার, সঙ্গীতা কুমারী, শুভ্রা নায়েক সহ অন্যান্যরা ৷ সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন করতে বিশেষ ভাবে সহযোগতা করেন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ৷ এছাড়াও ঐ দিন আসন্ন ছবি ‘মুখ মুখশ ‘ এর টিজার ও পোস্টার লঞ্চ হয় ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post