দেবশ্রী মুখার্জী : রিপোর্টার্স এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্ণার্লিস্টের সহযোগিতায় কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল ১৩তম বঙ্গ শিরোমনি সন্মান-২০২৩। উক্ত অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বামন ঘাটার রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সম্পাদক ও টলিউড এবং বলিউডের গীতিকার সূর্যকান্ত চ্যাটার্জী, হাইকোর্টের এ্যাডভোকেট শান্তনু সিনহা, সংস্থার চেয়ারম্যান দেবকুমার দে, সভাপতি ড. শ্রীলগ্না মিশ্র দেব, সহ সভাপতি সনৎ সেন, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ সম্পাদক শুভ্রা নায়েক, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও আহ্বায়ক দেবব্রত রায়চৌধুরী।
এবারের সম্মান প্রাপকেরা হলেন কৃষ্ণকলি বন্দোপাধ্যায়, অভিজিৎ বন্দোপাধ্যায়, শুভাশিষ জানা, কমল সরদার, সঙ্ঘমিত্রা মুখার্জী, অনুপ কুমার সামন্ত। তাছাড় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্বরূপ সিনহা, রিয়া দাস, দয়ালহরি মণ্ডল, সুশান্ত রায়, দেবশ্রী মুখার্জী, গোপীনাথ ধর ও তনুশ্রী ধর, রুবী মল্লিক। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post