নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বুধবার রাতে টিটাগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো নিউ লাইন এলাকায় বাড়ির সামনে থেকে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে ঝোপে গণধর্ষণ করার অভিযোগ উঠেছিল। পরদিন ৮ সেপ্টেম্বর নির্যাতিতার পরিবার চারজনের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছিল। শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশীষ মৌর্য জানান, বৃহস্পতিবার অভিযোগ পেয়েই ওইদিন সন্ধেয় সোদপুর থেকে বিশাল সাউকে পাকড়াও করা হয়েছে।
তারপর দু-তিনটি দলে বিভক্ত হয়ে তল্লাশি চালানো হয়। শুক্রবার সন্ধেয় জিআরপি-র সহায়তায় আসানসোলে ট্রেন থেকে মহম্মদ মহসীন ওরফে ছোট্টু ও তারিফ আলম ওরফে সনুকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তিনজনকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। বিচারক ১৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তিনি আরও জানান, জিআরপি পুলিশের সহায়তায় শুক্রবার মধ্যরাতে ট্রেনে দিল্লি যাওয়ার পথে জুনেদ আখতারকে আলীগড় স্টেশন থেকে পাকড়াও করা হয়েছে। ওকে ট্রানজিট রিমান্ডে টিটাগড়ে আনা হচ্ছে। প্রসঙ্গত, ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শুক্রবার দফায় দফায় থানা ঘেরাও এবং পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিল বিজেপি। ওইদিন বিকেলে দুর্যোগ উপেক্ষা করেই নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ও বিধায়ক রাজ চক্রবর্তী। তারা সাফ জানিয়ে দিয়েছিলেন, দোষীরা ধরা পড়বেই এবং কঠোর শাস্তি পাবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post