নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- সোমবার সন্ধের ঝড় বৃষ্টিতে ব্যারাকপুরে পৃথক দুটি ঘটনায় মৃত দুজনের। আহত হয়েছেন আরও দুজন। জানা গিয়েছে, ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্কে গাছের তলায় বসেছিলেন প্রেমিক যুগল। প্রচন্ড ঝড়ে পার্কের বিশাল একটি গাছ ভেঙে প্রেমিক যুগলের ওপর পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর থানার পুলিশ ও ক্যান্টনমেন্ট বোর্ডের সেনা কর্মীরা।
জেসিবি মেশিন দিয়ে গাছ তুলে ওই দুজনকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম কৌশিক ঢালি (২০)। তাঁর বাড়ি নদীয়ায়। আহত তরুণী ওই হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে ঝড়ে মোহনপুরের থানার ব্যারাকপুর জাফরপুর চালবাজার এলাকায় একটি বাড়িতে নারকেল গাছ উপরে পড়ে। গাছ চাপা পড়ে ওই বাড়ির গৃহকর্ত্রী ৪০ বছরের সরস্বতী বিশ্বাসের মৃত্যু হয়েছে। আহত তাঁর স্বামী অরুন বিশ্বাস ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে চিকিৎসাধীন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post