নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- খড়দার ইসিএল কারখানায় পাইপ লাইন রক্ষণাবেক্ষনের কাজ করার সময় গ্যাস লিকেজ হয়ে মৃত্যু হল দুজনের। বুধবার বেলার ঘটনা। মৃতদের নাম স্বপ্নদীপ মুখোপাধ্যায় ও রঞ্জিত সিং। আশঙ্কাজনক অবস্থায় বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোহিত সাউ নামে এক ঠিকা শ্রমিক। যদিও কারখানা কর্তৃপক্ষ এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে। জানা গেছে, মৃত স্বপ্নদীপ খড়দার কুলিন পাড়ার বাসিন্দা। আর মৃত রঞ্জিত টিটাগড়ের বাসিন্দা।
ঘটনা প্রসঙ্গে কারখানার শ্রমিক মৃন্ময় মন্ডল জানান, এদিন সকাল থেকেই প্ল্যান্ট বন্ধ রেখে রক্ষণাবেক্ষনের কাজ চলছিল। সম্ভবত পাইপ লাইনের লিকেজ থেকে কার্বন মনোক্সাইড গ্যাস বেরিয়ে তিনজন অসুস্থ হয়ে পড়েন। এঁদেরকে কামারহাটি ইএসআই হাসপাতালে নিয়ে গেলে দুজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত স্বপ্নদীপ মুখোপাধ্যায় ঠিকাদার ও রঞ্জিত সিং ঠিকা শ্রমিক। কারখানা কর্তৃপক্ষের কাছে সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় দাবি করলেন, মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজনকে চাকুরী দিতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন সিটু নেত্রী।
Discussion about this post