পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : চন্ডী সহ অন্যান্য দেবদেবীর পূজার মাধ্যমে ২৪ প্রহরব্যাপী সংকীর্তন শুরু হয়েছে টাউন কালীবাড়িতে৷ চলবে বৃহস্পতিবার পর্যন্ত৷ হরিনাম সংকীর্তনের জন্য বরাক ও ত্রিপুরার কীর্তনীয়া দল এসেছে৷
প্রতি বছরই মাঘী চতুর্দশী তিথি জগতের মঙ্গল কামনায় ৬ দিনব্যাপী নানা দেবদেবীর পূজা, সপ্তশতী মহাযজ্ঞ সহ ২৪ প্রহর হরিনাম সংকীর্তণ অনুষ্ঠিত হয়৷ এ বছরও ব্যতিক্রম নয়৷ গত শনিবার থেকে টাউন কালীবাড়িতে কালীমাতার অভিষেক সহ শিব, বিষ্ণু পূজা অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার অনুষ্ঠিত হয়েছে চন্ডীপূজা সহ সপ্তশতী মহাযজ্ঞ৷ সোমবার ভোর থেকে শুরু হয়েছে ৩ দিনের ২৪ প্রহর হরিনাম সংকীর্তণ৷ কীর্তণ শেষে মহোৎসব সহ মহন্ত বিদায় অনুষ্ঠিত হবে৷
হরিনাম সংকীর্তণের জন্য আলাদা করে একটি উৎসব উপসমিতি গঠন করা হয়েছে৷ সভাপতি পদে রয়েছেন অরূপ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ শিবশংকর দত্ত, আহ্বায়ক দেবল নন্দী৷ মহোৎসবকে সার্থক করে তোলার আহ্বান জানিয়েছেন কালীবাড়ি পরিচালন সমিতির সভাপতি সুহাস রঞ্জন দাস ও কোষাধ্যক্ষ সায়ন্তন স্বামী৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post