নিউজ ডেস্ক: সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স ও কালচার অরগানাইজেশন ফর ইউথের উদ্যোগে ২৫ তম ন্যাশানাল এক্সহিবিশন শুরু হল সল্টলেকের সেন্ট্রাল পার্কে। চলবে ২৭শে আগষ্ট পর্যন্ত । দেশের যুবকদের দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য , বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে অবগত করা হলো এই প্রদর্শনীর মূল লক্ষ্য। প্রদর্শনীতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন বিভাগ নিজস্ব প্রতিরক্ষা বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করে। তার সাথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও স্টল লক্ষ্য করা যায়। সব মিলিয়ে প্রায় একশোর মতন স্টল এখানে আছে।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, সব্যসাচী দত্ত চেয়ারম্যান সল্টলেক পুরসভা, অধ্যাপক ডঃ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, কাজল সুর, প্রমূখ। সংস্থার মুখ্য সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র প্রামাণিক বলেন এই বারের মেলায় ডি.আর.ডি ও; ইন্ডিয়ান আর্মি, জল ও বিমান বাহিনী, উপকূল রক্ষা বাহিনী অংশ গ্রহণ করেছে। মেলায় তুলে ধরবে যুব সমাজের কাছে কিভাবে ভারতের ভূ-খন্ড ও সার্বোভৌমক্ত্য রক্ষা করা হবে।
এবারে মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, বায়োটেকনো, ভূমি ও রাজস্ব সপ্তর, জাতীয় সংগ্রহশালা, আয়ূরবেদ, প্রত্মতাত্ত্বিক গ্রহণ করছে। এদের মাধ্যমে মেলায় আগত ছাত্র ছাত্রীরা তাদের ভবিষ্যৎ গঠনেরও সু-পরিকল্পিত মতামতের দিশা পাবে । মেলায় প্রবেশ আবাধ, সাধারণ সম্পাদিকা রীতা পাল জানান, মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা চক্র, বিতর্ক সভা ইত্যাদি থাকবে। এক কথায় মেলা হবে একদম জমজমাট।
অনুষ্ঠান সম্পর্কে পাবলিসিটি অফিসার প্রসেনজিৎ ঘোষ এবং সাংস্কৃতিক সম্পাদক অনুপম চট্টোপাধ্যায় জানান – এই উৎসবের মাধ্যমে কেরিয়ার গঠন, – মানসিক গঠনের পাশাপাশি মানুষের কাছে বাংলা ও ভারতবর্ষের মূল উদ্দেশ্য। তাই এই প্রদর্শণী শুধুমাত্র প্রদর্শনীই নয় সমাজ শিক্ষার এক অধ্যায় হিসাবে কাজ করবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post