দীপ দেব: রবিবার দুপুর ১ঘটিকায় শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের প্রাঙ্গনে শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি মহারাজের উপস্থিতিতে ৩৬ তম বার্ষিক উৎসব ও বিশ্বশান্তি গীতাযজ্ঞ পরিচালনা কমিটি গঠন করা হয়।
আরো পড়ুন Aay Khuku Aay Teaser: ‘আয় খুকু আয়’ প্রতিটি বাবা-মেয়ের জন্য এই ছবি
উক্ত কমিটিতে সর্বসম্মতিক্রমে মূখ্য উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী তথা ধর্মপ্রান দিলীপ মিত্র,বীর সিং,সুধা আচার্য্য ,স্বপন বিশ্বাস, অমূল্য রায়, নিখিল চন্দ্র রায় , সভাপতি বাপন দেবরায় , সহ-সভাপতি পুতুল গোয়ালা, শ্যামল রায়, পরেশ দে, রতন দে, সম্পাদক মিঠু চৌধুরী, রূপন মিত্র, সহ-সম্পাদক প্রিয়তোষ মিত্র(কাবুল), দেবু দে, সমুন মিত্র, উত্তম দে, সুজিত মিত্র, সজল রায়, বিল্পব কুমার দে, কোষাধ্যক্ষ রেবতী রঞ্জন তালুকদার, কার্যকারী সদস্য জন্টু মিত্র, প্রীতম চৌধুরী, মনোতোষ মল্লিক, শচীন চৌধুরী, বিশু রায়, বিভাস রায়, দেবাশিষ বিশ্বাস, মদন রায়, পিকলু মিত্র, মানু দে, বিশু দে, রতন দেব, রূপন দাস সহ ১৫ জনের কমিটি গঠন করা হয়।
আগামী ১২ ও ১৩ জুন তথা বরি ও সোমবার শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের প্রতি বছরের ন্যায় এবছরও শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎস্বামী তপনানন্দ গিরি মহারাজ সহ দেশ -বিদেশ থেকে সাধু -সন্তরা উপস্থিতিতে বার্ষিক উৎসব সহ বিশ্বশান্তি গীতাযজ্ঞ সম্পন্ন হবে বলে জানান উক্ত কমিটির সদস্যরা।
Discussion about this post