সুরশ্রী রায় চৌধুরী : কলকাতায় 3rd এপ্রিল 2023 IGNOU র আঞ্চলিক কেন্দ্রে আয়োজন করা হলো ৩৬ তম সমাবর্তন অনুষ্ঠান। ভারতবর্ষের ৩২ টি আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে কলকাতায় মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়ে ছিলো বিদ্যুৎ ভবনের আরএনসি অডিটোরিয়াম এ। মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু দিল্লী র মূল কেন্দ্র থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন!
শ্রী ধর্মেন্দ্র প্রধান মাননীয় শিক্ষা মন্ত্রী বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অধ্যাপক রঞ্জন চক্রবর্তী অধ্যাপক ইতিহাস বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সম্মানীয় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রথাগত নিয়মে অতিথি বরণ, সরস্বতী বন্দনা, প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সামগ্রিক ভাবে IGNOU বহু শিক্ষার্থী ডিগ্রী, ডিপ্লোমা, সার্টিফিকেট পান। জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শেষ হয়।
IGNOU র সব পাঠক্রমই সাধারণের নাগালে,সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রয়োজনের জন্যই এই পাঠক্রমই। এই পাঠক্রমে বয়সের কোনো সীমা নেই। সমাজের সকল শ্রেণীর মানুষ যাতে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে সেই প্রয়াসই IGNOUর। এ বছর কলকাতা আঞ্চলিক কেন্দ্রে ১০৮২৫ জন ডিগ্রি, ডিপ্লোমা পেয়েছেন! আজ অনুষ্ঠানের
সঞ্চালনায় ছিলেন ইংরেজি তে ইগনো র সহ অধিকর্তা ড সুজাতা দত্ত হাজারিকা, আর বাংলায় শ্রী বংশীবদন চট্টোপাধ্যায়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post