নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বিরল প্রজাতির কচ্ছপ পাচারের অভিযোগে বরানগর থানার পুলিশের হাতে ধৃত চারজন। শুক্রবার রাতে বরানগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় হানা দেয়। পুলিশ ওই বাস স্ট্যান্ড এলাকা থেকে থেকে ৩০০ টির বেশি কচ্ছপ উদ্ধারের পাশাপাশি চারজনকে পাকড়াও করেছে ।
আরো পড়ুন Municipal Election 2022: হাইকোর্টের পরামর্শকেই মান্যতা? ২২ জানুয়ারি সম্ভবত হচ্ছে না পুরভোট: সূত্র
পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা । ধৃতদের নাম শংকর কাঞ্জার(২৪), নির্মল কাঞ্জার (২০), গৌরব কাঞ্জার (১৯) ও জান্না কাঞ্জার (৪৫) । বরানগর থানার পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে কচ্ছপ পাচার চক্রে জড়িত বাকিদের খোঁজ চালাবে।
আরো পড়ুন সাহিত্য সাধনায় পানের দোকানে বসে বেহালার পিন্টু পোহান লিখে ফেলেছেন প্রায় একডজন উপন্যাস
Discussion about this post