নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– এক মহিলার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে শ্যামনগরে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত চার। গণপিটুনির ঘটনার তদন্ত নেমে ওইদিন রাতেই জগদ্দল থানার পুলিশ ওই পাঁচ যুবককে পাকড়াও করেছে। ধৃতদের নাম শুভাশিস চক্রবর্তী, রাজু ঘোষ, অয়ন চক্রবর্তী, শুভঙ্কর বিশ্বাস ও তপন দাস। ধৃতদের বাড়ি গারুলিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্যামনগর অঞ্জনগড়ে।
অভিযোগ, সোমবার দুপুরে অঞ্জনগড়ে শুভজিৎ দাস নামে এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পেটায়। তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে হবে।
Discussion about this post