কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লক অন্তর্গত মাধবডিহি থানার তৎপরতায় ধরা পড়লো দুই মোবাইল চোর সহ ৫ টি মোবাইল হ্যান্ডসেট। পুলিশ সূত্রে জানা যায় মাধবডিহি থানার অন্তর্ভুক্ত পহলানপুর বাজার থেকে দুই ব্যক্তি-কে আটক সহ ৫ টি মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয় মাধবডিহি থানার অফিসার ইনচার্জ সুব্রত বেড়ার হস্তক্ষেপে। জানা যায় আটক করা দুই ব্যক্তির নাম প্রশান্ত দাস , বয়স- ২৮ বছর, অপরজন ভানু মন্ডল, বয়স-৪৬ বছর।
আরো পড়ুন Exclusive Interview: স্টার জলসার ‘খুকুমনি হোমডেলিভারি’র Nayanika Sarkar
উভয়েরই বাড়ি খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রামে। মোবাইল সহ ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে কোনোরকম সদুত্তর না পাওয়ায় তাদের গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে মাধবডিহি থানার পক্ষে পাঠানো হয় বর্ধমান আদালতে।
আরো পড়ুন বইমেলায় জাগো বাংলার স্টল না থাকায় বিতর্ক তুঙ্গে খড়দায়
যারা মোবাইল ফোন হারানোর পর থানায় জিডি করতে অনীহা প্রকাশ করেন তাদের উদ্দেশ্যে মাধবডিহি থানার অফিসার ইনচার্জ জানান , ‘হারানো বা খোয়া যাওয়া মোবাইল দিয়ে অনেক অপরাধ সংগঠিত হয়। তাই মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় সঠিক তথ্যসহ জিডি করার অনুরোধ রইল’।
Discussion about this post