দেবশ্রী মুখার্জী : ১০ জন চিত্রশিল্পীর সমন্বয়ে ‘পেন্টাগন’ চিত্র শিল্পী গ্রুপ যাদের চিত্র প্রদর্শনী পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষের বিভিন্ন শহরে প্রায়সই হয়ে থাকে। এই শিল্পীদের বিশেষত্ব হলো এখানকার চিত্রগুলি বাস্তব সমাজের দিকটি যেমন তুলে ধরে তেমনি শিল্পীর অলীক কল্পনাতে এখান সাধারন নারীকেও দেবীর তৃতীয় নয়ন প্রদান করে দেবীশক্তি রুপ দিয়েছে তুলির টানে।
আরো পড়ুন Covid-19: লাগাতার ঊর্ধ্বমুখী কোভিড-গ্রাফ, ১৫ হাজার ছাড়াল অ্যাক্টিভ কেস
গত ২০ শে এপ্রিল ২০২২ থেকে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এ শুরু হয়েছে ‘পেন্টাগন ‘এর ৬৩ তম চিত্র প্রদর্শনী যা আগামী ২৬শে এপ্রিল পর্যন্ত চলবে। এই প্রদর্শনীতে শিল্পী অঞ্জনা দত্তের জলের ওপর লিলির এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ছবি প্রদর্শিত আছে। আবার বিশিষ্ট চিত্রশিল্পী রাজিব শুর রায়ের ছবিতে মহিষাসুরমর্দিনী দুর্গার পুরাণ কাহিনী বর্ণিত হয়েছে।
আরো পড়ুন প্রথমবার দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্স আয়োজিত ‘অ্যাকাউন্টেন্ট কুম্ভ’
এরইমধ্যে বাস্তবায়িত ছবি যা করোনায় থমকে থাকা জনজীবন জলে নৌকা আটকে থাকা এরূপ একটি চিত্রের মধ্যে দিয়ে অসম্ভব পারদর্শিতার সাথে ফুটিয়ে তুলেছেন শিল্পী সুজিত বোস। এই চিত্র প্রদর্শনীতে আরো বিশিষ্ট শিল্পীরা যেমন চন্দনা খান, বীরেন শাসমল, অশোক গাঙ্গুলি, গৌতম সরকার, সর্বানি গাঙ্গুলী, তরুণ চক্রবর্তী সুব্রত ঘোষ প্রমূখ দের চিত্রকলা এক্সিবিশন কে অন্যতম মাত্রায় অবতীর্ণ করেছে। শিল্পী দের পক্ষ থেকে জানানো হয় চিত্র প্রেমীরা এই এক্সিবিশন থেকে ছবি ক্রয় করতে পারবেন।
Discussion about this post