দেবশ্রী মুখার্জী : কথোপকথন প্রোডাকশনস্ নিবেদিত ‘প্রসঙ্গ চিরঞ্জিত’ বইটির প্রকাশের আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হল ১৩ মার্চ2023 কলকাতা প্রেসক্লাবে ৷ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক,নাট্য পরিচালক, শিল্পী,কবি, বিধায়ক অভিনেতা চিরঞ্জিত ( দীপক চক্রবর্তী) এর জীবনের নানান রঙিন মুহূর্ত গ্রন্থিত হয়েছে ‘প্রসঙ্গ চিরঞ্জিত’ বইটিতে। চন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও অমিত শংকর দাস-এর সম্পাদিত এই বইটিতে অভিনেতা চিরঞ্জিতের নানান্ দিক নিয়ে লিখেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায় ছাড়াও রাজা সেন,প্রভাত রায়, রজতাভ দত্ত, শুভাশীষ মুখোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য ও সমীর আইচ এর মতো বিশিষ্ট ব্যক্তিত্ববর্গরা ৷
বই প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী রথীন ঘোষ, পরিচালক গৌতম ঘোষ, ইন্দ্রানী দত্ত,শ্রী অঞ্জন বোস ও বিধায়ক – অভিনেতা চিরঞ্জিত চক্রবর্ত্তী সহ বহু স্বনামখ্যাত গুনীজনেরা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post