নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: হাওড়া- বর্ধমান মেইল লাইন শাখার দেবীপুর স্টেশনের নতুন প্ল্যাটফর্মের রেল লাইনের পাশে থাকা ঝোপঝাড়ে লেগে যায় আগুন। চাঞ্চল্য রেল যাত্রীদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায়। এদিন ২৮শে ডিসেম্বর বুধবার হাওড়া- বর্ধমান মেন লাইন শাখার দেবীপুর স্টেশনের নতুন প্লাটফর্মের পাশের রেললাইনে বেলা নাগাদ হঠাৎই আগুন লেগে যায়, আগুন লাগার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায় আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে রেললাইনের পাশে শুকনো ঝোপঝাড়ে। রেল লাইনের পাশে জ্বলছে আগুন আর সেই রেল লাইনেই চলাচল করছে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন।
যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারত দুর্ঘটনা এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। রেল কতৃপক্ষকে খবর দেওয়া হয়, খবর দেওয়া হয় মেমারি অগ্নি নির্বাপন কেন্দ্রে। অবশেষে মেমারি অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা এসে জল দিয়ে আগুন নেভার কাজে হাত লাগায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে । এই ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও যেভাবে আগুন জ্বলছিল তাতে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারতো বড়সড় দুর্ঘটনা। এই ঘটনায় রেল চলাচলের কোন ব্যাঘাত ঘটেনি, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ধূমপানের আগুন থেকেই এই আগুন লেগে গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেবীপুর স্টেশন চত্বরে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post